ক্রাইম বাংলা ডেক্স লাবন্যা, দাবানলসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের অনেক দেশ। এরমধ্যে ভারতের মধ্যপ্রদেশে টানা বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া, পশ্চিমবঙ্গেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে, দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তুরস্ক, গ্রিস ও যুক্তরাষ্ট্র।
ভারতের মধ্য প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ অনেকে। রাজ্যের ২৩টি জেলায় ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
এছাড়া দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জেলাগুলোতে দেখা দিয়েছে খাবার ও পানির সংকট।
You cannot copy content of this page