• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। সংবাদ প্রকাশের একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি জায়গায় পুকুর খনন/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছি উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা এবার বাংলাদেশে আসছে দূষণ পরিমাপক যন্ত্র, চুক্তি সই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা


লালমোহন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড অফিসটি বন্ধ হয়ে যাচ্ছে জনবলের অভাবে/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৭ পঠিত
আপডেট: সোমবার, ৯ আগস্ট, ২০২১


লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড অফিসটি জনবল সংকটে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ গ্রাহক ও লালমোহন বাসী। একসময়ের জৌলুশপ্রাপ্ত প্রত্যন্ত গ্রামঅঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের অফিসটি এখন জনবল সংকটের কারনে প্রায় সময় বন্ধ থাকে। গুরুত্বপূর্ণ ৩টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। লালমোহন উপজেলার পল্লীউন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লীউন্নয়ন কর্মকর্তা ও হিসাব রক্ষক এই ৩টি পদ দীর্ঘধরে শূণ্য। পাশের উপজেলা থেকে সপ্তাহে একদিন অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের আসার কথা থাকলেও করোনার কারনে ঠিকমত তারা আসছে না। ফলে এই অফিসের সাধারন গ্রাহকরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চরফ্যাশন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন লালমোহন উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান লালমোহন অফিসের ৩ টি গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। যারা নিয়মিত অফিসে বসেন। বর্তমানে অফিসের পিয়ন পর্যন্ত নেই। ফিল্ড কর্মীগণ ফিল্ডে কাজ করেন। ফিল্ড কর্মীগণ জরুরী প্রয়োজন হলে অফিসে আসেন। তাই আমরা অতিরিক্ত দায়িত্বপালনকারীগণ অফিসে না আসলে লালমোহন অফিস বন্ধ থাকে। চরফ্যাশন উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লালমোহন উপজেলার ৩টি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। চরফ্যাশনের পাশাপাশি লালমোহনে তিনি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষক ও একটি প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। চরফ্যাশন উপজেলাটি অত্যন্ত বড় উপজেলা। এখানে আমার অফিসের নিয়মিত কাজ শেষ করে অনান্য কাজ যেমন নির্বাচনের ডিউটিসহ ব্যাপক কাজ করতে হয়। পাশাপাশি লালমোহন উপজেলাতে কাজ করতে হয়। এই মহামারী করোনার মধ্যে এত কাজ করতে গিয়ে আমরা নিয়মিত হিমশিম খাচ্ছি। তারপরও চেষ্টা করছি ২টি উপজেলার কাজ ঠিকতম করতে।
এই কর্মকর্তা আরও বলেন, সঠিক ভাবে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অতি দ্রুত লালমোহন উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও হিসাব রক্ষক নিয়োগ দেয়া দরকার। তাহলে এই উপজেলার চলমান কার্যক্রম আরো সঠিক ও সুন্দর ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ ব্যাপারে ভোলা বিআরডিবি উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার বলেন, পদগুলো খালি আছে সেটা সত্য, তবে সবসময় অফিস বন্ধ থাকে না। ৩টি পোস্ট শূন্য আছে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। লালমোহনের অতিরিক্ত দায়িত্বে যারা আছেন তারা কাজগুলো সঠিকভাবে করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page