• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,, কাল থেকে কঠোর আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা,,, শিরোনাম: নির্বাচনের দিনই গণভোট—অন্যথায় জাতি মানবে না: মির্জা ফখরুল,,, ইসির প্রস্তুতি সম্পন্ন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন,,, বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের টার্নিং পয়েন্ট: ফখরুল,,, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব,,, পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,,

নীলগঞ্জে গরুর বাজার পুনরায় বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৮৯৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় চলমান গরুর বাজার বহাল রাখার দাবিতে জেলাপ্রশাসক বরাবরে গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ করাহয়েছে।

বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর ) বেলা ১১ টায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা এই গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ করেন। স্মারক লিপি পেশ করা উপলক্ষে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আট সদস্যের একটি প্রতিনিধি দল জেলাপ্রশাসকের সাথে সাক্ষাৎ করেন । আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জি এম মাহবুবুর রহমান, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কমরেড মোতালেব মোল্লা বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখা, যুগ্ম আহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা,মোঃ মজিবুর রহমান যুগ্ম আহবায়ক বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা। এছাড়াও বাজার কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি,আঃরাজ্জাক সরদার, সাধারন সম্পাদক আঃ হামিদ , সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন বাচ্চু,কোষাধক্ষ ডাঃ মোঃ শাহ আলম পাখিমারা বাজার কমিটি।

জেলা প্রশাসকের সাথে আলোচনায় প্রতিনিধি দলের সদস্যরা বলেন নীলগঞ্জ ইউনিয়ন একটি প্রাচীন জনপদ এবং কলাপাড়া উপজেলায় কৃষিতে মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত। এই ইউনিয়নের কৃষি পণ্য ও গরু ছাগল বিপণনে ইতিপূর্বে খ্যাতি অর্জন করেছে পাখিমারা বাজার। এখানে প্রচুর লোক সমাগম ঘটে। নীলগঞ্জ ইউনিয়ন এর মধ্যবর্তী স্থানে এই বাজারটি হওয়ায় ইউনিয়নের সমস্ত কৃষি পণ্য এবং গরু-ছাগল বিপণনের একমাত্র মাধ্যম এটি। তাই দীর্ঘ বছর যাবৎ এই বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় হয়ে আসছে। তারা আরও বলেন বর্তমানে যে গরু ছাগলের বাজার গুলো রয়েছে তা এই বাজার থেকে ৬/৮ কিলোমিটার দুরত্বে। তাই হঠাৎ এই বাজার’টি বন্ধ ঘোষণা করায় ইউনিয়নের কৃষকরা হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন তাই বাজার’টি বহাল রাখার জন্য জেলাপ্রশাসকএর কাছে জোরালো আবেদন জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা বলেন জেলাপ্রশাসক তদন্ত সাপেক্ষে বাজার বহাল রাখার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য বাজার বহাল রাখার জন্য বাংলাদেশ কৃষক সমিতি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। তাই ইউনিয়নের সকলকে ঐক্য বদ্ধ হয়ে বাজার বহাল রাখার দাবির সমস্ত কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য জোরালো আবেদন জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ