Array নীলগঞ্জে গরুর বাজার পুনরায় বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ/দৈনিক ক্রাইম বাংল। নীলগঞ্জে গরুর বাজার পুনরায় বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ/দৈনিক ক্রাইম বাংল। – Daily Crime Bangla
  • বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দায় পরানপুরে উঠান বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালের প্রতিযোজা সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন/দৈনিক ক্রাইম বাংলা।

নীলগঞ্জে গরুর বাজার পুনরায় বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৯২১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় চলমান গরুর বাজার বহাল রাখার দাবিতে জেলাপ্রশাসক বরাবরে গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ করাহয়েছে।

বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর ) বেলা ১১ টায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা এই গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ করেন। স্মারক লিপি পেশ করা উপলক্ষে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আট সদস্যের একটি প্রতিনিধি দল জেলাপ্রশাসকের সাথে সাক্ষাৎ করেন । আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জি এম মাহবুবুর রহমান, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কমরেড মোতালেব মোল্লা বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখা, যুগ্ম আহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা,মোঃ মজিবুর রহমান যুগ্ম আহবায়ক বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা। এছাড়াও বাজার কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি,আঃরাজ্জাক সরদার, সাধারন সম্পাদক আঃ হামিদ , সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন বাচ্চু,কোষাধক্ষ ডাঃ মোঃ শাহ আলম পাখিমারা বাজার কমিটি।

জেলা প্রশাসকের সাথে আলোচনায় প্রতিনিধি দলের সদস্যরা বলেন নীলগঞ্জ ইউনিয়ন একটি প্রাচীন জনপদ এবং কলাপাড়া উপজেলায় কৃষিতে মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত। এই ইউনিয়নের কৃষি পণ্য ও গরু ছাগল বিপণনে ইতিপূর্বে খ্যাতি অর্জন করেছে পাখিমারা বাজার। এখানে প্রচুর লোক সমাগম ঘটে। নীলগঞ্জ ইউনিয়ন এর মধ্যবর্তী স্থানে এই বাজারটি হওয়ায় ইউনিয়নের সমস্ত কৃষি পণ্য এবং গরু-ছাগল বিপণনের একমাত্র মাধ্যম এটি। তাই দীর্ঘ বছর যাবৎ এই বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় হয়ে আসছে। তারা আরও বলেন বর্তমানে যে গরু ছাগলের বাজার গুলো রয়েছে তা এই বাজার থেকে ৬/৮ কিলোমিটার দুরত্বে। তাই হঠাৎ এই বাজার’টি বন্ধ ঘোষণা করায় ইউনিয়নের কৃষকরা হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন তাই বাজার’টি বহাল রাখার জন্য জেলাপ্রশাসকএর কাছে জোরালো আবেদন জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা বলেন জেলাপ্রশাসক তদন্ত সাপেক্ষে বাজার বহাল রাখার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য বাজার বহাল রাখার জন্য বাংলাদেশ কৃষক সমিতি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। তাই ইউনিয়নের সকলকে ঐক্য বদ্ধ হয়ে বাজার বহাল রাখার দাবির সমস্ত কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য জোরালো আবেদন জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ