মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ে লাঠির আঘাতে বড় ভাই ফালান বেপারী (৬০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আন্ডাচর গ্রামের ফালান বেপারীর ছোট ভাই কালাম বেপারীর জমি ক্রয়ের জন্য ৬ মাস আগে ১৫ হাজার টাকা বায়না করেন।
বৃহস্পতিবার সকালে ফালান বেপারী তার ছোট ভাই কালাম বেপারীর কাছে গিয়ে বলেন আমার বায়না দেয়ার জমি দলিল দাও আর যদি জমি দলির না দাও তাহলে আমার বায়নার টাকা ফেরত দাও। ফালান বেপারী তার বায়নার টাকা ফেরত চাইলে এতে ক্ষিপ্ত হয়ে কালাম বেপারী ও তার স্ত্রী ও তার ছেলে রাজীব বেপারী দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে ফালান বেপারী ও তার ছেলে শামীম উপর হামলা করে।
হামলার এক পর্যায়ে ছোট ভাই কামাল বেপারী উত্তেজিত হয়ে ঘরে রক্ষিত কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ফালান বেপারী।
সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন হত্যার খবর পেয়ে ঘটনা এস্থল থেকে ফালান বেপারীর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।