মোঃ মনিরুল ইসলাম মহিপুর প্রতিনিধিঃকুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। মঙ্গলবার সকালে ও বিকেলে প্রার্থনা শেষে সন্ধ্যায় আকাশে অর্ধশতাধিক ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। এছাড়া মহিপুরের অমখোলাপাড়া, মিস্ত্রীপাড়া,কলাচানপাড়া ও নড়াপাড়াসহ সকল রাখাইন পাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এ ফানুস উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এর আগে সকালে পঞ্চশীল,অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। এসময় বুদ্ধের স্মরনে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়া গুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা।আমখোলা পারার নিনি রাখাইন রাখাইন ও মংমিয়া রাখাইন জানান বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।
You cannot copy content of this page