• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই যুদ্ধো পরিবারের সাথে মতবিনিময় করেন -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা

মাদারীপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোটগ্রহন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৫ পঠিত
আপডেট: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃঅবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন।আজ রবিবার সকাল ৮টায় মাদারীপুর সদরের ১৪টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। প্রতিটা কেন্দ্রেই ভোটারদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটার কারণে মহিলা ভোটারদের অংশগ্রহন বেশি ছিল। মস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের চিত্রই ফুটে উঠেছে। দুপুর ১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মতো।দুপুরের পরে ভোটার উপস্থিতি কিছুটা কমতে শুরু করে। মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রসাশক ড.রহিমা খাতুন জানান, “ভোট সকল ইউনিয়নে সুষ্ঠুভাবেই হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

এছাড়াও এই কেন্দ্রটি ঝুকিপূর্ণ একাধিক নির্বাহী ম্যাজিস্টেট কেন্দ্রটি পরিদর্শন করনে।
অপরদিকে কেন্দ্রটি পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর খবর পেলেই আমরা সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি। নির্বাহী মে‌জি‌ষ্টেট সাইফুল ইসলাম ব‌লেন ,আ‌মি এক‌টি সংবাদ পেলাম যে কোন এক প্রাথীর এ‌জেন্ড বের ক‌রে দেয়া‌হে‌য়ে‌ছে কিন্তু আ‌মি এ‌সে এর কোন সত‌্যতা পেলামনা।প্রিজাইডিং অফিসার বলেন সম্পূর্ণ চাপমুক্তভাবে ভোট গ্রহন চলছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে।
ভোট দিতে আসা বৃদ্ধ দুলাল চন্দ মহন্ত, বৃদ্ধা জহুরা খাতুন ভোট দিতে পেরে খুবই উচ্ছসিত। তাছাড়া নবীন ভোটার আলম ও সুজন হোসেন বলেন ভোট দিতে আসাতে কেউ বাধা প্রদান করেনি।
শেষখবর পাওয়া পর্যন্ত ভোটগননা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ