লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার ঝুকিপূর্ণ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে কাজ করছে। এখন নতুন নতুন প্রকল্পের মাধ্যমে দেশ কে আরো আধুনিক করে গড়ে তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে লালমোহন পৌরসভার চৌরাস্তার মোড় থেকে উপজেলা পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ বিষয়ে স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন তিনি।
এসময় তিনি রাস্তা বর্ধিত করণ বিষয়ে এলজিইডি প্রকৌশলীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা জেলা রোডস এন্ড হাইওয়ের প্রকৌশলী, এলজিইডির কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।