• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৬ নং গলিতে সেলিমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে ।

রিপোর্টার: / ৪৮৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০


কে এম আল আমিন  ইসলাম  ঃবরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের ৬নং গলিতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, পলাশপুর ৬নং গলির বাসিন্দা (ছদ্মনাম) লিপিকে বিভিন্ন সময় শারীরিক মেলামেশা করার জন্য কু-প্রস্তাব দিয়ে আসছে একই এলাকার স্থানীয় বাসিন্দা সেলিম চৌধুরী ওরফে কানকাটা সেলিম।
ভুক্তভোগী গৃহবূধুর স্বামী বশির জানান, তার স্ত্রীর দিকে প্রথম থেকেই কু-নজর দিয়ে আসছে সেলিম। পরে রাস্তায় বসে বিভিন্ন সময় নগদ অর্থের লোভ দেখি শারীরিক মেলামেশার প্রস্তাব দিয়ে আসছে। এ নিয়ে একাধীকবার সেলিম ওরফে কানকাটা সেলিমকে সাবধান করে দেয়া হয়েছিলো।
এদিকে গৃহবধূ (ছদ্মনাম) লিপি জানান, গত ১৩মে রাত অনুমানিক আড়াইটার সময় তার স্বামী বশির প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যান। সেই সুযোগে লম্পট সেলিম চৌধুরী ওরফে কানকাটা সেলিম ঘরে ডুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায় লিপি ডাক চিৎকার দিলে তার স্বামী ঘরে ছুটে আসে। এসে ঘরের লাইট জ্বালালে সেলিমকে দেখতে পায়। পরে তাকে এ বিষয় জিজ্ঞেসা করলে সেলিম ঘটনাটি স্বিকার করেন।
তবে সেই স্বিকাররোক্তি অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসে পরে। অডিও ক্লিপে শোনা যায়, সেলিম নিজেই ওই গৃহবধূর ঘরে ডুকে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। তবে সেলিম নিজেকে বাঁচাতে ওই গৃহবধূর স্বামীকে ১০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে বলেন। গৃহবধূর স্বামী বশির একপর্যায় টাকা নিতে রাজি না হওয়ায় অভিযুক্ত সেলিম তাকে আরো লোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় কামাল জানান, গত ৫/৬মাসে আগে ওই গৃহবধূ সেলিমের কু-প্রস্তাবের বিষয়টি অবগত করেন। পরে কামাল সেলিমের গাড়ির গ্যারেজে গিয়ে বারণ করে আসেন। কিন্তু সেলিম তা না শুনে রাতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে রাতে স্থানীয় একাধীক ব্যক্তিদের জিম্মায় সেলিমকে দিয়ে দেয়া হয়।
অপরদিকে স্থানীয় একাধীক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান, সেলিম চৌধুরী ওরফে কানকাটা সেলিমের বিরুদ্ধে আরো একাধীক শিশু ধর্ষণের অভিযোগ ও মামলা রয়েছে।
স্থানীয়রা আরো জানান, সেলিম পূর্বে কয়েক বছর আগে স্থানীয় এক মেয়েকে ধর্ষণ করেন। সেই বিষয়টি ওই মেয়ের দুলাভাই জানতে পেরে সেলিমের একটি কান কেটে দেয়। পরে সেলিম ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার দুলাভাইর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় ওই যুবকের ৪বছরের সাজা দেন বিজ্ঞ আদালত।
তবে সেলিমের বিরুদ্ধে সুদের ব্যবসা,শিশু ধর্ষণ, জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এবিষয় গৃহবধূর পরিবার জানান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনিকে বিষয়টি অবগত করা হয়েছে। এবিষয় থানায় মামলা করার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন।
এবিষয় সেলিম চৌধুরীকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আসছি আগামী পর্বে সেলিমের আরো অপকর্মের চাঞ্চল্যকর তথ্য নিয়ে………..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ