পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে ও ৪০০ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবারসকাল ১১টার দিকে উপজেলার দাশপাড়াইউনিয়নের চরআলগীগ্রামেরনজিরমিয়ার পোল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদ।
সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদ জানান, দাশপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামে মো. বাহারুল নামের কথিত এক ব্যক্তি ভূমি অফিসের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। খবর পেয়ে আমরা সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক বাহারুল ও তার দুই সহযোগী পালিয়ে যায়।অভিযানে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বালু নেওয়ার জন্য ৪০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়েছে।