মনিরুল ইসলাম কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃ
কুয়াকাটায় গুডনেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি, রবিবার বেলা ১২ টার দিকে মোয়াজেম্মপুর সিনিয়ার মাদ্রাসায় মহিপুর ইউনিয়নের ৫০ জন নারী উদ্দ্যেক্তাকে কৃষি উপকরণ ( আলু ৫০ কেজি বাদাম-১০ কেজি, মুগডাল ১০ কেজি সার ও কীটনাশক ) বিতরণ করেন। পরিবারের আয়বৃদ্ধিতে নারীর অংশগ্রহন ও নারীর মূল্যায়নের জন্য গুডনেইবারস বাংলাদেশ নারী উন্নয়নের অংশহিসেবে উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। যার মাধ্যমে তারা আরে বেশি স্বাবলম্বী হতে পারবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যানন জাহিদুল ইসলাম সেলিম, সিডিসি সভাপতি গুডনেইবার বাংলাদেশ মুকুর আক্তার, ম্যানেজার গুডনেইবারস বাংলাদেশ দীপক কুমার দাস, আইজি ফেসিলিটেটর গুডনইবারস বাংলাদেশ মো: গোলাম সারোয়ার, সহ আরো অনেকে।
You cannot copy content of this page