এমদাদ খান রামগড় প্রতিনিধিঃখাগড়াছড়ির রামগড় পৌরসভায় রামগড় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাগরণি সপ্তাহ উপলক্ষে পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠি ও প্রতিবন্ধিদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋন বিতরন করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার সময় রামগড় পৌরসভার কন্ফারেন্স হলে শহর সমাজসেবার আয়োজনে শহর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র রফিকুল আলম কামাল উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন।
রামগড় শহর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পৌর শহরের ৯,৭,৫,৪নং ওয়ার্ডে ৮৫ জন দরিদ্র জনগোষ্ঠি ও প্রতিবন্ধিদের মাঝে ২৪ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মাঝে ১৫জন প্রতিবন্ধীদের মাঝে ৪,৫০০০০ টাকা ও ৭০জন দরিদ্রের মাঝে ২০,৫০০০ টাকা বিতরণ করেন।
এসময় রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সমাজসেবা কর্মকর্তা সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।
You cannot copy content of this page