মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুরের কালকিনিতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে খাদিজা বেগম(২৫) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে। আজ(৭ই জানুয়ারী)শুক্রবার সকালে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধু উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলতখান গ্রামের হাসান খানের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গৃহবধু খাদিজা বেগমের সঙ্গে তার স্বামী হাসান খানের পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে খাদিজা অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
সিডিখান ইউপি চেয়ারম্যান চানমিয়া শিকদার জানান, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে খাদিজা নিজে আত্নহত্যা করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, খাদিজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
You cannot copy content of this page