বিশেষ প্রতিনিধি সচেতনতা বৃদ্ধি ও স্কুলমুখী করার লক্ষে
খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে
অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বুদ্ধি
প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত
হয়।
ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহায়তায় দিনব্যাপী ক্রীড়া
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ উপস্থিত প্রায় একশ প্রতিবন্ধী শিক্ষার্থীদের
মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
খলিলুর রহমান।
ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের
পরিচালনায় সভায় বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী
যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও উপজেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা অটিজম শিশুদের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পড়ালেখার
You cannot copy content of this page