কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল ঈদগা সংলগ্ন রাস্তার রোববার রাতে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মটর সাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এ দূর্ঘটনায় নিহতরা হচ্ছে উপজেলা কৈপাল গ্রামের খেরু মালিথার পুত্র রাজন (৩২) ও একই গ্রামের হযরত আলীর পুত্র বিদ্যুৎ (২৯)। এ ঘটনায় উত্তেজিত জনতা ড্রাম ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে ঐসড়ক অবরোধ করে রাখে দীর্ঘ সময়। এ খবর দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল জব্বার, ওসি এস এম জাবিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পারে ফায়ার সার্ভিস (কুষ্টিয়া ট-১১-২-২৭৩৮) ট্রাকের আগুন নেভাতে সক্ষম হয়। এলাকাবাসী জানায় হোসেনাবাদ থেকে মটর সাইকেল যোগে রাজন ও বিদ্যুৎ তারাগুনিয়া অভিমুখে যাওয়ার পথে পিছন দিক থেকে ড্রাম ট্রাকটি ধাক্কাদিয়ে চাকায় পিষ্ট করে দেয় ২ জনকে। পুলিশ ঘটনা স্থলে থেকে লাশ উদ্ধার করে। ট্রাক চলক ও হেলপার পলাতক রায়েছে।
You cannot copy content of this page