ভোলা প্রতিনিধি আবারও দ্বিতীয় বারের মতো স্বপরিবারে করোনায় আক্রান্ত হলেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দীন) এলাকার এমপি আলহাজ¦ আলী আজম মুকুল। তিনি ১৯ জানুয়ারি করোনা পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। যে কারণে তিঁনি কমপক্ষে ১০দিন বাসায় থাকবেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া পোষ্ট থেকে এ তথ্য জানাযায়। করোনা পজেটিভ হওয়ায় তিঁনি লোকজনের সাথে দেখা সাক্ষাত স্থগিত রেখেছেন। তার ব্যাক্তিগত সহকারি মনিরুজ্জামান মইন জানান, তিঁনি করোনায় আক্রান্ত হলেও শারীরিক তেমন কোন জটিলতা নেই। ভালো আছেন। বাসায় আছেন। করোনা পজেটিভ হওয়ায় লোকজনের সাথে সাক্ষাৎ বন্ধ রেখেছেন। এমপি মুকুল তার নির্বাচনী এলাকার ও দেশবাসী সকলের কাছে তারও তার পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন। এদিকে এমপি দম্পতির সুস্থতা কামনা করে আজ বাদ যোহর দৌলতখানের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হয়েছে।