বিশেষ প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুই কর্মকর্তা যথাক্রমে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ও যুব উন্নয়ন কর্মকর্তার কোভিড-১৯ সনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন দুপুরে মুঠোফোনে বিষয়টি তিনি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এসময় করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা অবস্থায় মুঠোফোনে তিনি আরো জানান চলতি মাসের ১ম সপ্তাহে করোনা উপসর্গ থাকায় অসুস্থতা বোধ করলে গত ১১জানুয়ারী করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দেওয়ার পর পজেটিভ আসে।আমি নিজ বাসায় আইসোলেশনে আছি এবং সুস্থ আছি।
উল্লেখ্য এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা আলম কোভিড১৯সনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে বৃহস্পতিবার হাটহাজারীতে ১৬জন করোনা আক্রান্ত হয়েছে।
You cannot copy content of this page