স্টাফ রিপোর্টার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে বৃহস্পতিবার বিকেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ফরিদপুর এর উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. কাউছার। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়া।
এ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী ও ফরহাদ হোসেন মৃধা প্রমূখ। সভায় বক্তারা উপজেলার স্থানীয় সরকার বিভাগকে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উপর জোর দেন এবং এ সাফল্য অর্জনের জন্য সকলকে দায়িত্বশীল হওয়া সহ সবাইকে সহযোগীতা করার জন্য
You cannot copy content of this page