এম.জাফরান হারুন, পটুয়াখালী:: দীর্ঘ ৯ বছর পর আগামী ৭ই ফেব্রুয়ারি বাউফল উপজেলার বাউফল সদর, দাশপাড়া, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে।
এ নির্বাচনে ১২নং বাউফল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গরিব, দুখি, অসহায় মানুষের বন্ধু ও রাজপথে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং তরুণ সমাজসেবক মোহাম্মদ মমিনুল ইসলাম গাজী মোরগ মার্কা নিয়ে জনগণের আলোচনায় রয়েছেন। এ নিয়ে দেখা গেছে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।
মোহাম্মদ মমিনুল ইসলাম গাজী ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ আব্দুস সাত্তার গাজীর সুযোগ্য সন্তান। তিনি বাউফল সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বতর্মান সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৯৯নং কায়না বাশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে প্রতিবেদকের সাথে আলাপকালে মোহাম্মদ মমিনুল ইসলাম গাজী বলেন, আমি মানুষের সেবায় নিবেদিত প্রান হয়ে ইতিপূর্ব থেকে কাজ চালিয়ে আসছি। অসহায়, পিছিয়ে পড়া মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গস্বরুপ প্রার্থী হয়েছি। জনগণও আমাকে চাচ্ছে। পাচ্ছি ব্যাপক সাড়া। আর এ জনগণই আমার শক্তি ও সুখ দুখে। আমি ও আমার মোরগ মার্কা এখন আমার জনগণের মুখে মুখে।