এম.জাফরান হারুন, পটুয়াখালী:: দীর্ঘ ৯ বছর পর আগামী ৩১শে জানুয়ারি বাউফল পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সামসুন্নাহার রিপা আনারস মার্কা নিয়ে আলোচনায় গিয়ে ফের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এনিয়ে ঘুরে ঘুরে দেখা গেছে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।
পদপ্রার্থী সামসুন্নাহার রিপা দীর্ঘ ৯ বছর ধরে অত্র ওয়ার্ডগুলোর জনমানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি মাদক থেকে বাল্যবিবাহ সহ সুন্দর, সুস্থ্য আধুনিক সামাজিক ওয়ার্ড গড়ায় প্রত্যয় নিয়ে কাজ চালিয়ে আসছেন। পৌরশহরের প্রান কেন্দ্র নিয়ে গঠিত এ ওয়ার্ডগুলো। বিভিন্ন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এলাকা নিয়ে গঠিত এ ওয়ার্ডগুলো। এখানে রয়েছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের বসবাস।
সামসুন্নাহার রিপা ৪নং ওয়ার্ডের বাসিন্দা তৌহিদুল ইসলাম ফয়সাল এর সহধর্মীনি এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান এর পুত্রবধূ।
এদিকে স্থানীয়রা জানান, নম্র ভদ্র এ মহিলাটি ও তার স্বামী পরিবার। তাদের এলাকায় সুনামও রয়েছে ব্যাপক। বিভিন্ন মানুষের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। আমরা সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর হিসেবে আবারও এমনি একটি কাউন্সিলর চাই।
প্রতিবেদকের সাথে আলাপকালে পদপ্রার্থী সামসুন্নাহার রিপা বলেন, মানুষের সেবায় নিবেদিত প্রান হয়ে কাজ করে আসছি। জনগণই আমার শক্তি। অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন, সরকারের বরাদ্দ সুষম বন্টন, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন, মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়া সহ সকল মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম আছি থাকব। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছি করব। আমাকেই জনগণ চায় তাই তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি বদ্ধপরিকর। এবং আমাকেই আমার সম্মানিত ভোটাররা বিপুল ভোটের মাধ্যমে পূর্বের ন্যায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ ইনশাআল্লাহ হবে।
You cannot copy content of this page