• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


তালন্দ কলেজে গোপনে নিয়োগ দিতে গিয়ে ধরা খেলেন অধ্যক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬২ পঠিত
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২


রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পৌর এলাকার ঐতিহ্যবাহী  তালন্দ আনন্দ মোহন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার গোপণে অধিক টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের চেষ্টা করেও অবশেষে পরিক্ষা স্থগিত করতে বাধ্য  হয়েছেন বলে নিশ্চিত করেন অধ্যক্ষ নিজেই। সম্প্রতি সোমবার ছিল নিয়োগ পরিক্ষার দিন। কিন্তু রোববার দুপুরের আগে পরিক্ষা স্থগিত হয়েছে বলে জানান বিষ্ণুপদ সরকার।
এদিকে, তালন্দ কলেজ সংলগ্ন এলাকার দেবরাজ নামের একজনকে চাকুরি দেওয়ার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা নিয়েছেন অধ্যক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে অন্য আবেদনকারীদের বাঁধার মুখে অবশেষে নিয়োগ পরিক্ষা স্থগিত করতে বাধ্য হন তিনি। এতে করে অভিভাবক মহলসহ স্হানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেই সাথে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকারের এমন কান্ডে তার অপসারণেরও দাবি তুলেছেন এলাকাবাসী।
সূত্র জানায়, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানসহ উপজেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কলেজ এলাকার সুধিমহল কাউকে না জানিয়ে অধ্যক্ষ তার পচ্ছন্দের প্রার্থী নিয়োগ দিতে গোপণে কর্মচারী (সহকারী লাইব্ররিয়ান) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওইপদে নিয়োগ পেতে ১৫ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু তালন্দ কলেজপাড়ার সুব্রতের পুত্র দেবরাজকে নিয়োগ দিতে অধ্যক্ষ মরিয়া হয়ে উঠে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অধ্যক্ষ প্রায় ১৫ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে ওইপদে দেবরাজকে নিয়োগ দেবার সকল প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি ৭ ফেব্রুয়ারী সোমবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন। তবে, নিয়োগ প্রক্রিয়ার ঘটনা ফাঁস হয়ে পড়লে চাকরি প্রত্যাশীরা এই নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর অভিযোগ করেন। ফলে অধ্যক্ষ বাধ্য হয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। কিন্ত্ত এমপি সাহেব নিষেধ করায় নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এমপি সাহেবের উচিত হয়নি কলেজের বিষয়ে হস্তক্ষেপ করা এটা ক্ষমতার অপব্যবহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ