আগামী ১০ ফেব্রুয়ারী তাড়ল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করবে। সে উপলক্ষে নব নির্বাচিত চেয়ারম্যান তাড়ল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদের নেতৃত্বে তাড়ল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর দিরাইস্ত বাসভবনে সৌজন্য স্বক্ষাত করতে আসেন।
এ সময় নাছির চৌধুরী বলেন, রাজনীতি আবারো ঘুরে দাঁড়াবে। যারা রাজনীতি, গণতন্ত্র ও দেশ কুক্ষিগত করেছে জনগণ তাদের কাছ থেকে উদ্ধার করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ নৌকা ডুবিয়ে রেড সিগনাল দিয়েছে। তিনি নেতা কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, রাজপথে থাকুন গণতন্ত্র উদ্ধার করা এখন সময়ের ব্যাটার।
নব নির্বাচিত চেয়ারম্যানকে তিনি বলেন, আমাকে কথা দিতে হবে চেয়ারম্যান হিসেবে জনগণকে সেবাদেওয়ার জন্য অন্যায়ভাবে কোন সুবিধা নেওয়া যাবে না। গরীবের হক নস্ট করা যাবে না।
চেয়ারম্যান আলী আহমদ বলেন, আমি যতদিন চেয়ারম্যান থাকবো ততদিন কোন মানুষ বা দলীয় কোন কর্মী আমার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আসবে না। আমি টাকা রোজগারের জন্য চেয়ারমঢান হইনি। মানুষের সেবক হয়ছি কাজের মাধ্যমে তা প্রমান করবো।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী,