এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রেমিকার মোবাইল ফোনে কল দিয়ে আত্নহত্যা করেছে মুনসুর নামে এক যুবক প্রেমিক।
বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাত দেরটার দিকে উপজেলার ধানখালী ইউপির পাচজুনিয়া গ্রামের এ ঘটনা ঘটে। মুনসুর ওই গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) সকালে যুবকের মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মৃতের মামা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ঘটনার রাতে মুনসুর বাড়িতে একা ছিলেন। এসময় তার বোনের বাড়িতে থাকা মায়ের কাছে ফোন দিয়ে নারী কন্ঠে জানায় মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে, দ্রুত বাড়িতে খোঁজ নিন। এ খবর পেয়ে স্থানীয়দের মাধ্যমে খোঁজ নিলে মুনসুরকে ঘরের আড়ার সাথে ঝুঁলতে দেখে প্রতিবেশিরা।
তিনি আরো জানান, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। যে মেয়েটি ওর মায়ের কাছে ফোন দিয়েছিলো, তার সাথে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিলো। সেই মেয়েকে ফোন কলে রেখে আত্নহত্যা করেছে। তবে কি কারনে আত্নহত্যা করেছে তার সঠিক কারণ জানা নেই।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে মুনসুর বাড়িতে আত্নহত্যা করেছে। আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্নহত্যার কারণ এখনও জানতে পারিনি। কারন উদঘাটনের চেষ্টা চলছে।
You cannot copy content of this page