এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর মহিপুরে দুই সন্তানের জননী গৃহপরিচারিকা (৩০) কে ধর্ষনের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাতে মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই রাতেই দুই সন্তানের জননী বাদী হয়ে হানিফ হাওলাদারকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের মোয়াজ্জেমপুর গ্রামের ওই নারী আবাসিক হোটেল সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরার মালিক হানিফের ঘরে কাজ শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারী দুপুরে হানিফ ওই হোটেলের একটি কক্ষে আটকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। পরে বিষয়টি জানজানি হলে তিনি থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।