এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে পুলিশের আসামী ধরার হ্যান্ডকাপ (হাতকড়া) নিয়ে ঘোরাঘুরির সময় আবদুল্লাহ (১৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
আব্দুল্লাহ উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মৃত হাসেম মল্লিকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (০১ মার্চ) বিকাল পৌনে তিনটার দিকে আবদুল্লাহ ওই ইউনিয়নের ১নংওয়ার্ডের দাসপাড়া গ্রামের কমিউিনিটি সেন্টারের আশপাশে পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) নিয়ে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয় বাবলু কাজী নামের এক যুবক তাকে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে ওই যুবক বলেন তিনি বাউফল থানার এএসআই শামীমের সোর্স হিসাবে কাজ করেন। তাকে আসামী গ্রেফতারের জন্য ওই এএসআই হ্যান্ডকাপটি দিয়েছেন। এসময় এলাকার ৫-৭ জন লোক জড়ো হয়। একপর্যায়ে তারা তাকে আটক করেন।
এ খবর পেয়ে ওই যুবকের বড় বোন পারভিন বেগম ঘটনাস্থলে আসেন এবং তার ভাইকে ছেড়ে দেয়ার জন্য দেনদরবার শুরু করেন। এমন সময় এএসআই শামীম ওই যুবককে ফোন দিয়ে থানায় যেতে বলেন। এরপর লোকজন তাকে ছেড়ে দিলে তার বোন পারভিন তাকে নিয়ে থানার উদ্দেশ্যে চলে যান।
এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, পুলিশে হ্যান্ডকাপ অন্য কারো কাছে থাকার সুযোগ নেই। এএসআই শামীম তাকে হ্যান্ডকাপ দিয়ে থাকলে অন্যায় করেছেন। আমি ব্যবস্থা নিচ্ছি।
You cannot copy content of this page