• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

বসতঘরে আগুন লেগে ঘরসহ পুড়ে মারা গেছে সামিয়া, বাচাতে গিয়ে মা দগ্ধ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৭ পঠিত
আপডেট: সোমবার, ৭ মার্চ, ২০২২

 

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে আগুন লেগে ঘরসহ পুড়ে মারা গেছে ৭ বছরের একটি শিশু। শিশুটিকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন মা।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ই মার্চ) দুপুরের দিকে উপজেলার ধুুলারসর ইউনিয়নের পশ্চিম চাপলি এলাকায়।

নিহত শিশুটির নাম সামিয়া। সে ওই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি মো: বাবু ও গৃহবধূ চম্পা বেগমের মেয়ে। ম‌হিপুর থানার ও‌সি আবুল খা‌য়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সামিয়ার চাচা এমকে রানা জানান, ঘটনার সময় রাজমিস্ত্রি বাবু কাজের জন্য বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন চম্পা ও সামিয়া। সেখানে তাদের নতুন ঘরের পাশে চুলায় রান্না করছিলেন চম্পা। সামিয়া সেখানেই বসা ছিল।

রানার ধারণা, রান্না বসিয়ে চম্পা হয়ত ঘরের ভেতর কোনো কাজে যান। তখনই কোনোভাবে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সে সময় চম্পা মেয়েকে বের করতে গেলে তিনিও দগ্ধ হন।

তিনি আরও জানান, প্রতিবেশীরা গিয়ে চম্পাকে বের করে দগ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এরপর আশপাশের আরও লোকজন জড়ো হয়ে আগুন নেভাতে চেষ্টা করে। নিভে যাওয়ার পর ভেতর থেকে সামিয়ার মরদেহ বের করা হয়।

এবিষয়ে মহিপুর থানার ও‌সি আবুল খা‌য়ের বলেন, ঘটনা‌টি মর্মা‌ন্তিক। খবর পে‌য়ে আ‌মি ঘটনাস্থ‌লে গিয়েছি। ঘরটা এমন জায়গায় যে, আশপা‌শের কোথাও কোনো পুকুর বা খাল নাই। কিছুদূরে এক‌টি মাত্র টিউব‌য়েল। যে কারণে আগুন নেভাতে কষ্ট হ‌য়ে‌ছে।

‘অ‌নেকক্ষণ ধ‌রে আগুন জ্বলতে থাকায় বাচ্চাটা‌কে বাঁচানো সম্ভব হয়‌নি। তার মা‌য়ের অবস্থাও তেমন একটা ভাল না। শরী‌রের এক‌টা সাইড সম্পূর্ণ পু‌ড়ে গে‌ছে। সবার ধারণা, চুলা থে‌কে আগুন লাগ‌তে পা‌রে। তারপ‌রেও খোজ খবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ