• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দেশীয় কাগজশিল্পের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সার্কের স্থবিরতায় চীন-পাকিস্তানের নতুন জোট পরিকল্পনা, আলোচনায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচিত সরকারের সঙ্গে দ্রুত কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার কাল,,,,,দৈনিক ক্রাইম বাংলা এনবিআরে সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা—গ্রেজেট প্রকাশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


বাউফলে ডাকাতের কবলে ব্যবসায়ী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২


এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে রাতের আধারে ডাকাতের কবলে পড়েছেন রিপন খান (২৮) নামের এক ব্যবসায়ী।

সোমবার (৪ঠা এপ্রিল) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৯৯নং কায়না-বাশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উওর পাশে রাস্তার উপর। রিপন খান, গোসিংগা গ্রামের মোহাম্মদ লিটন খানের ছেলে। সে বিলবিলাস বাজারে বিভিন্ন ধরনের কাচা সবজির ব্যবসা করেন।

ব্যবসায়ী রিপন খান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি একা আমার মোটরবাইক নিয়ে রাত সোয়া নয়টার দিকে কায়না-বাশবাড়িয়া স্কুল সংলগ্ন আসলে একটি লোক মুখোশ পড়া অবস্থায় দেশীয় অস্ত্র সহ আমাকে সিগন্যাল দিলে গাড়িটি থামাতেই ৫ থেকে ৬ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র সহ আমার গাড়ি প্রথমে অবরোধ করে দাড়ায় এবং এমনিতেই আমাকে ভালো করে দেখে আবার চলে যায়। পরে সেখান থেকে দ্রুত চালিয়ে সোমবাজার এসে বাজারে থাকা জনসাধারণকে অবগত করে বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বারকে জানাই।

ওয়ার্ড মেম্বার মমিনুল ইসলাম গাজী বলেন, ভিকটিম ফোন দিয়ে জানালে ততক্ষনাত স্থানীয় ফিরোজ চৌকিদারকে ফোন দিলে তিনি তার ছেলেকে নিয়ে ও স্থানীয় মোশারেফ হাওলাদার, রেজাউল হাওলাদার, জহির চৌকিদার স্বশরীরে খোঁজ নিতে আসলে তারা দেখতে পান স্কুল কর্নারে ১০ থেকে ১২ জন লোক দেশীয় অস্ত্র সহ দাঁড়িয়ে আছে। এসময় তাদের সাথে মোঃ প্রিন্স, পিতা: সেন্টু তালুকদার, মোঃ ইমরান, পিতা: ইউসুফ মোল্লা, মোঃ শান্ত, পিতা: বাদশা মিয়া কে চিনতে পেরে তারা চলে আসেন।

ইউপি দফাদার জসিম উদ্দিন জানান, এ ঘটনাটি শুনেছি তা চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।

বাউফল থানার ওসি আল-মামুন এব্যাপারে বলেন, এবিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি, খোঁজ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ