ঘোড়াঘাট (দিনাজপুর) মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা সহ দিলবার রহমান (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বলগাড়ী এলাকার মৃত সরফ উদ্দিনের পুত্র।
গোপন সংবাদেও ভিত্তিতে ৬ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপ-পরিদর্শক তপন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বলগাড়ী বাজার এলাকায় দিলবারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার ঘরের বিছানার নিচে থেকে একটি পলিথিন ব্যাগে লুকিয়ে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার কওে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,২৫০ গ্রাম গাঁজা সহ দিলবার রহমান (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালেরও একটি মাদক মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন থেকেই তিনি গাঁজার ব্যবসা করে আসছে। আসামীকে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
You cannot copy content of this page