গলাচিপায় ইসমাইল হাওলাদারের (৬৫) হত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মাটিভাঙ্গা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যপি এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইসমাইল হাওলাদারের বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা, পুত্র ও এলাকার নারী-পুরুষ সহ সর্বস্তরের কয়েকশত জনগণ অংশগ্রহণ করে। এ ঘটনায় নিহত ইসমাইল হাওলাদারের ছেলে রাকিব হাসান ১৬ জনের নাম উল্লেখ করে ২ এপ্রিল গলাচিপা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তিন জনকে গ্রেফতার করে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, পুলিশ তাৎক্ষনিকভাবে তিন জনকে গ্রেফতার করলেও মূল আসামিরা ধরা ছোয়ার বাইরে। গত ১ এপ্রিল রাতে বকেয়া তিন হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মাটিভাঙ্গা বাজারে ইসমাইল হাওলাদারের দোকানে তাকে পিটিয়ে হত্যা