এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর দুমকি উপজেলায় ০১ কেজি গাঁজা সহ বাউফলের ০২ জন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এসআই (নিঃ) মোঃ সাকায়েত হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্স উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়নের বগা ফেরীঘাট টু লেবুখালী রাস্তায় থানা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে ১। মোঃ যুবায়েদ হোসেন (২১), পিতা- আঃ রাজ্জাক তালুকদার, মাতা- কাজল বেগম, সাং- বহালগাছিয়া, পটুয়াখালী পৌরসভা, ২। মোঃ মুসা আকন (২৫), পিতা- গোলাম মোহাম্মদ আকন, সাং জয়গোড়া, ৩। মো তাবজিল হোসেন (২৪), পিতা- জাকির হোসেন, সাং – কাছিপাড়া, উভয় থানা- বাউফল দের আটক পূর্বক তাদের হেফাজত ও দখল থেকে একটি কালো রংয়ের কাঁধ ব্যাগের মধ্য হইতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে দুমকি থানার ওসি স্বত্যতা জানিয়ে বলেন, আসামীদের বিরুদ্ধে রোববার মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page