মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে আহত অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওয়াদুদ দুদুু (৬২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার (৩০ মে)বিকাল ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের টিএনটি মোড়ে ঘোড়াঘাট পৌর সভার ৪নং ওয়ার্ডের এসকে বাজার এলাকার মৃত নেছার উদ্দীন তালুকদারের ছেলে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওয়াদুদ দুদুু (৬২) সড়ক দুর্ঘটনায় আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হলে রাত আনুমানিক সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, আমি আব্দুল ওয়াদুদ দুদুু এর মৃত্যুর বিষয়ে ্অবগত হয়েছি। ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।নিহত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব।