• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে জামাতে ইসলামী আমতলী উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় ড্যাবের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ই,এম, এস ইন্টারন্যাশনাল, এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক বিজিবি সদস্য দলিলউদ্দিন দুলালের প্রতারণার শেষ কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। সভাপতি এম জাফরান হারুন ও সম্পাদক শফিকুল কে নির্বাচিত করে “বাউফল সাংবাদিক ক্লাব” এর কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন কখন হবে, তার নিশ্চয়তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ,,,,দৈনিক ক্রাইম বাংলা


আদালত প্রাঙ্গনে কোরআন নিয়ে আসামির স্ত্রীর কসম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২
News Picture


আদালত থেকে কারাগারে নেয়ার পথে আসামি বহনকারী পিকআপ ভ্যানের সামনে শুয়ে পরে পথরোধ করেন ছাত্রলীগ নেতা সজিব সরদারের স্বজনরা।
এসময় আদালত প্রাঙ্গনে কোরআন শরীফ হাতে নিয়ে কসম করে সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। র‌্যাব-৮ এর সদস্যরা আমার স্বামীকে তাদের হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমি পুরো ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, আদালত প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে পরে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বরিশাল আদালত প্রাঙ্গণে। এর আগে র‌্যাব-৮ এর সদস্যরা জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে সজিব সরদারকে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে সজিবকে হস্তান্তর করা হয় থানায়।
বুধবার তাকে (সজিব) আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ মনিরুজ্জামান আসামি সজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেয়ার পথে সজিবের মা ও স্ত্রীসহ স্বজনরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। এ সময় নারী কনস্টেবলরা তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে হট্টগোল বাঁধে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, সজিব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর অনুসারী। কোরআন শরীফ হাতে নিয়ে মৌ কসম করে বলেন, সোমবার রাতে হঠাৎ করে আমাদের বাসায় র‌্যাব সদস্যরা আসেন। তারা আমাদের জানায় ঘর সার্চ করবেন বলে জানায়। পরে আমাকে ও আমার স্বামী সজিবকে একপাশে সরিয়ে দিয়ে র‌্যাব সদস্যরা ঘর সার্চ শুরু করেন। এরমধ্যে দেখি র‌্যাব সদস্যরা একজন আরেকজনের কাছে একটি অস্ত্র (শুটার গান) দিয়ে বলছে, আমার বিছানার নিচ থেকে পাওয়া গেছে। তারপর নিজেদের পকেট থেকে ইয়াবা বের করে বলছে, আমার স্বামীর প্যান্টের পকেটে পাওয়া গেছে। এভাবে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page