এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু জাফর প্রদীপ (৩৮) খুন! নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ই জুন) দিবাগত মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত প্রদীপ দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি, দৈনিক গণকণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও দৈনিক পটুয়াখালী পএিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাছাড়া তিনি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ’র সদস্য এবং একজন মানবাধিকার কর্মী ছিলেন।
নিহত প্রদীপ উপজেলার টিয়াখালী ইউপির রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার (১২) এবং আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে।
নিহত সাংবাদিক প্রদীপ এর স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রদীপের সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে তাকে খুন করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, সাংবাদিক প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। রাত দেড়টার পর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। সোমবার (৬ই জুন) সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এ জঘন্যতম হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এইচ এম বাদল ও সাধারন সম্পাদক শেখ এম জাফরান হারুন এবং বিভাগীয় সাংবাদিক পরিষদের সভাপতি কে এম শামছুদ্দোহা, সাধারণ সম্পাদক এ কে আজাদ সহ বিবিএসকেপি ও বিবিএসপি’র সকল নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ জঘন্যতম হত্যাকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য: এক যুগের মধ্যে খুন হওয়া সাংবাদিকের তালিকায় আবু জাফর প্রদীপ ৪৫ তম। ৪৪ তম খুন কুমিল্লার বুড়িচংয়ের সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম।
You cannot copy content of this page