
মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।
সারাদেশে মহামারী করোনায় ঘর বন্দী হয়ে আছে সাধারণ মানুষ অনেকেই না খেয়ে দিন পার করছে । সে সব মানুষের পাশে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২১ মে বৃহস্পতিবার ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণী উদ্বোধন করেন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির ।
বীর মুক্তিযোদ্ধা মহরম এ্যাডভোকেট সিরাজুল ইসলাম (পাগলা) র ‘ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় কন্যা সিনথিয়া শারমিন বিনতে সিরাজ ( লুনা) র ‘ পক্ষ থেকে ২০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা সদস্যবৃন্দ ।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপেলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক সহ স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দরা ছিলেন।