ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসবি)। আসন্ন মৌসুম থেকেই লাল বল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে। এতে অনেক ক্রিকেটার বড় দৈর্ঘ্যরে ফরম্যাটে খেলতে আগ্রহী হবে বলে বিশ্বাস পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার। শুক্রবার গদ্দাফি স্টেডিয়ামে পিসিবির বোর্ড অব ডিরেক্টরদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সাদা বলের ক্রিকেট অর্থাৎ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকেই গুরুত্ব দিতে নতুন এই চুক্তির প্রক্রিয়া সাজানোর পরিকল্পনা করেছে রামিজ রাজার নেতৃত্বাধীন পিসিবি। রঙিন পোশাকের সীমিত ওভার এবং সাদা পোশাকের টেস্ট ক্রিকেটারদের সমান গুরুত্ব দিতেই এই কৌশল। আগামী দিনে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের ব্যস্ত সূচি রয়েছে। এমন সময় লাল বলের ক্রিকেটারদের নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে এমন ভাবনা পিসিবির। পাশাপাশি কোনো ক্রিকেটার বিদেশি লিগের প্রস্তাব প্রত্যাখ্যান করে খেলতে না গেলে পিসিবির পক্ষ থেকে তাকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানিয়েছেন রামিজ রাজা। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘লাল ও সাদা বলের ক্রিকেটের চুক্তি আলাদা করার পেছনে যুক্তি হলো দেশে সাদা বলের ক্রিকেটের উন্নতি ও অগ্রগতিতে সহায়তা করা। আগামী ১৬ মাসে দুটি বিশ্বকাপসহ আমাদের চারটি আন্তর্জাতিক টুর্নামেন্ট