• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


ইবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ২৬ জুন, ২০২২


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  আগামী এক বছরের জন্য যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি (কপোতাক্ষ) এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের মুজাহিদুল ইসলামকে সভাপতি ও ফিন্যান্স এ- ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মৃদুল হাসান রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যশোর জেলা ছাত্র কল্যাণের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বিট্টু ও সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে শাহাবুদ্দিন অসীম, শিমুল হোসেন, জান্নাতুল ফেরদৌস রুকু, তৌফিক জোবায়ের, মাহমুদুল হাসান রনি, জাহিদ হাসান, জিম আহমেদ, তাসানিমুল হাসান প্রান্ত নির্বাচিত হয়েছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহবুবা মোহিনী, ওয়াহেদ খান, রিমা খাতুন, সাজ্জাদ সাকিব, হাফিজুর রহমান, আসমা খাতুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে শিমুল হোসেন, রাইহানুল ইসলাম, সাইফ জিসান, নওশীন পরিনী সুম্মা,তৌমুর রহমান, নাজিমুর রহমান, তাজমুল ইসলাম, দীপ হালদার। প্রচার সম্পাদক হিসেবে মো. রিয়াদ, উপ-প্রচার সম্পাদক পদে হারুণ আর রশিদ, সাকিব ইবনে হায়দার, খাদিজা নাসির, সাকিব চাকলাদার।

দপ্তর সম্পাদক তামজিদ হায়দার জিত, উপ-দপ্তর সম্পাদক মাহফুজ কবির, আবু হুরায়রা, মুমতাহীনী রিনি, জ্যাকি ইসলাম, নাদিম শাহরিয়ার। অর্থ সম্পাদক হিসেবে জহুরুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান, শাফিন সাইদ, ঐশ্বরিয়া বসু, নয়ন পারভেজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমীন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিন নুরাইন হোসেন, জেবিন তাছনিম, বৃষ্টি মন্ডল, শামীম রেজা। ক্রীড়া সম্পাদক রেজওয়ান খান, উপ-ক্রীড়া সম্পাদক সানজিদা পারভীন পপি, সাইফ হাসান রনি, ফকিউল ইসলাম। আইন সম্পাদক হিসেবে শাহরিয়ার কবির রিমন,উপ-আইন সম্পাদক ইয়াসিন ইসলাম, আবু সোয়াইব ইমন, খাদিজা খাতুন।

এছাড়াও সংস্কৃতি সম্পাদক মাহমুদুজ্জামান নিশান, উপ-সংস্কৃতি সম্পাদক সোমিক আহমেদ, সুরাইয়া ইয়াছমিন। সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, উপ-সমাজ কল্যাণ সম্পাদক হাজী আনাস, সঞ্চিতা দাস। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস এইচ শাওন,উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, তানভির আল মাহমুদ। ছাত্রী বিষয়ক সম্পাদক তাজকিয়া ইসলাম টুম্পা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক পূর্বাশা ঘোস্বামী, হাসনা হেনা, সাদিয়া মাহমুদ মীম, জান্নাতুল নাহার। এছাড়াও সদস্য হিসেবে এ কমিটিতে স্থান পেয়েছেন আবু খায়ের, সাইদ আফ্রিদি, ফারহানা মীম, নিশাত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ