দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪৯ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। একদিনে ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকায় ৩, খুলনায় ২ ময়মনসিংহে ২ ও রংপুরের একজন রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়।