মোঃ জাফর: প্টুয়াখালীর কুয়াকাটার মিশ্রীপাড়া ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ বিহারের জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃআবু বক্কর সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
এসময় প্রায় ১০ বছর ধরে অবৈধভাবে মন্দিরের ২৪ শতাংশ জায়গায় গড়ে তোলা ১৫ টি দোকান উচ্ছেদ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃআবু বক্কর সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে জোরপূর্বক অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠানটির জায়গা দখল করে ছিলো একটি মহল। তাদের বার বার নির্দেশনা দেওয়া হয়েছে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তারা তাতে কর্ণপাত না করায় আমরা মাননীয় ডিসি স্যারের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করেছি।