মোঃ জাফর ইকবাল পটুয়াখালীর মহিপুরে গাজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে হাজীপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন চেক পোষ্ট থেকে হারুন হাওলাদার ও মামুন মোল্লা নামের দুজনকে ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।