কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার দুপুরে নিখোঁজ স্কুলের ছাত্রের মরদেহ সোমবার বিকেল ভেসে ওঠার পর পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান।
স্কুল ছাত্র অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে। সে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিলো। ওসি হাসনাত জামান জানান, কয়েকজন কিশোর রোববার দুপুরে একসাথে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউপির চর উলালঘুনী গ্রামের জিটিএল ইটের ভাঁটা এলাকায় গোসল করতে নামে। এ সময় কয়েকজন কিশোর সাতরে তীর থেকে নদীর মধ্যে যায়। এ সময় ¯্রােতের তীব্রতায় অনিকসহ দুইজন ভেসে যেতে থাকে। এরমধ্যে দুইজনকে জেলেরা উদ্ধার করতে পারলেও অনিক নিখোঁজ হয়।