গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রার্থী রেবা বিশ্বাস (৪৫) ও তার ছেলে জয়ন্ত বাড়ৈ (২২) কে জীবননাশের হুমকি দিয়েছে তার প্রতিপক্ষ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রেবা বিশ্বাস ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন রেবা বিশ্বাস।
জানাগেছে, উপজেলার নৈয়ারবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন পুরুষ ও ২জন মহিলা সংরক্ষিত অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিনে রেবা বিশ্বাসকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে জীবনাশের হুমকি দেন তার প্রতিপক্ষ ভবেন্দ্রনাথ বাড়ৈর সমর্থকেরা।
রেবা বিশ্বাস বলেন, নৈয়ারবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আমি মনোনয়নপত্র জমা দেই। গত রোববার মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিনে ভবেন্দ্রনাথ বাড়ৈ তার সমর্থক শিল্পী সরকারকে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী করতে মোবাইল ফোনে আমাকে মনোনয়নপত্র প্রত্যাহর করতে বলেন। আমি মনোনয়নপত্র প্রত্যাহর না করায় ভবেন্দ্রনাথ বাড়ৈর সমর্থক সুরেশ বাড়ৈ, দিপক মধু, পরিতোষ মন্ডল, কিরণ বাড়ৈ জগদীশ বাড়ৈসহ কয়েকজন আমাকে ও আমার ছেলে জয়ন্ত বাড়ৈকে জীবনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে ভবেন্দ্রনাথ বাড়ৈর কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঢাকায় থাকি। সুরেশ বাড়ৈ, দিপক মধু, কিরণ বাড়ৈ এদের কাউকে আমি চিনিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওমর শরীফ বলেন, এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার পরিস্তিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ও নৈয়ারবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্যঃ আগামী ১৩আগস্ট নৈয়ারবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন