নিজস্ব প্রতিবেদক ।। ভোলার লালমোহনের সাথে সড়ক পথে দক্ষিনাঞ্চলের জেলাগুলোর সাথে সংযুক্ত করতে ফেরী সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে একটি ফেরী সার্ভিস চালু করতে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘাট পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরে প্রতিনিধি দলটি ফেরী রুটের সম্ভাবতা যাচাই শেষে তেতুলিয়ার ১৩ কিলোমিটার নৌপথে ফেরী সার্ভিস চালু করার চিন্তা করেন তারা। এ জন্য লালমোহনের নাজিপুর টু পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কালাইয়া ঘাট পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে রয়েছেন, বিআইডব্লিটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান,ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী। এছাড়ারাও ভোলা বিআইডব্লিউটিসির ম্যানেজার মোঃ পারভেজ খান, তজুমদ্দিনের নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসাঃ মরিয়ম বেগম।
বিআইডব্লিটিসির ম্যানেজার মোঃ পারভেজ খান বলেন, লালমোহন-কালাইয়া ফেরি চালু হতে পারে। কারন, এ পথে ফেরী চালু হলে চট্রগ্রাম, কুমিল্লা, পায়রা বন্ধরের সাথে যোগাযোগ সহজ হবে। তাই খুব দ্রুত ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। তবে কালাইয়া সড়কটি সংস্কার করতে হবে। তাহলে কোন সমস্যা নেই।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এসময় তিনি নদীপথ বৃদ্ধির কার্যক্রম এর অংশ হিসাবে এই রুটে ফেরী সার্ভিস চালু করার জন্য দ্রুত সমীক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
ফেরিঘাট এর দুপাশের অবস্থানসহ নদীর নাব্যতা অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহন করার কথা । খুব দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে বলে জানান।
এদিকে নাজিপুর-কালাইয়া রুটে ফেরী সার্ভিস চালু হলে শুধু দ্বীপজেলা ভোলা নয় লালমোহন উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নত হবে বলে মনে করছেন এলাকাবাসী।