মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে মোশারেফ মাঝি নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এই ঘটনা ঘটে। মোশারেফ মাঝি চরপদ্মা গ্রামের কামাল মাঝির ছেলে। পরিবারের সদস্যরা জানান, মোশারেফ মাঝি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চালাতো। শনিবার সকালে ভ্যানটি চার্জে দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান বলেন, বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া