
মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী নেপকিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের কে আই মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে স্যানিটারী নেপকিন প্রদান করা হয়। এছাড়া একইদিনে ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ১০ জন হতদরিদ্র শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, নারী উন্নয়ন ফোরাম’র সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ নারী উন্নয়ন ফোরাম’র সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন,তাদের এ সহযোগিত অব্যাহত রয়েছে।