নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার মডেল থানা ধীন খোলামোড়া ভারাটে বাসিন্দা মোহাম্মদ আরিফ ও লিমা আক্তার পিতা, আমির সর্দার মাতা আকলিমা বেগম। গত জুন মাসে ১৬তারিখ খোলা মুরা থেকে ধার বাবদ টাকা নিয়েছেন রুমা বেগম এর কাছ থেকে নগদ দুই লাখ বিশ হাজার টাকা নিয়েছেন, টাকা দেয়ার তারিখ ছিল অক্টোবরে দেয়ার কথা থাকলেও তিনি গত মাসের ৭তারিখ তার বাসা থেকে পালিয়ে গেছে এ বিষয়ে স্থানীয় বাসার মালিক ফারুখ হজী জানান আমার বাসায় আমাকে না বলে পালিয়ে গেছে এ বিষয়ে রুমা বেগম বলেন যদি রাসেল ও শারমিনকে কেহ ধরিয়ে দিতে পারে তাদেরকে ২০ হাজার টাকা নগদ পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন গণমাধ্যমকে, তাদের এই নাম্বারে ০১৩১৭৯০৩৬৩১যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায়নি ০১৩১৭২৮১৮৬৫আরিফ এর নাম্বারে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
You cannot copy content of this page