
রংপুর প্রতিনিধিঃআগামী ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে আজ ১০ সেপ্টেম্বর শনিবার ১১:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম রংপুর মহানগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০২২’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
অতঃপর রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বঙ্গবন্ধু ম্যুরাল হতে পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল পদবীর কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করে।