• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারিপাড়ায় ভূমিদস্যু আ’লীগ নেতার হয়রানির শিকার সেনা পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে ৩ শহীদের পরিবারের কাছে কেন্দ্রীয় শ্রমিক দল নেতৃবৃন্দ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ষাটোর্ধ্ব অসহায় বিধবা নারীর সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশথর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় পুর্ব শত্রুতার জেরধরে বাড়িঘরে হামলা, ভাংচুর,মালামাল লুট ও গাছ পালা কর্তন/দৈনিক ক্রাইম বাংলা।। জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।


কলাপাড়ায় অবহেলিত জনপদের নাম চম্পাপুর ইউনিয়ন।। ৬০ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৬ কিলোমিটার পাঁকা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২


মো.নাহিদুল হক কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় অবহেলিত জনপদের নাম চম্পাপুর ইউনিয়ন। ইউনিয়নটিতে সর্বমোট ৬০ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৬ কিলোমিটার পাঁকা। তার মধ্যেও প্রায় ১ কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা। কোন কোন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কার্পেটিং উঠে গিয়ে দেবে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর কাঁচা রাস্তাগুলোতে বর্তমানে হাটু সমান কাদা রয়েছে। এসব রাস্তার মাঝে চলাচলের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে স্থাপন করেছে বাশের সাঁকো। এছাড়া ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে চরম ভোগান্তিতে পরে ওই ইউনিয়নের মানুষ। এমন চিত্র ফুটে উঠেছে উপজেলার চম্পাপুর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পর্শ্ববর্তী বৃহত্তর ধানখালী ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে ২০১১ সালে  ১২ টি গ্রাম নিয়ে এ ইউনিয়নটি গঠন হয় । এখানে ১২ টি সরকারি, ২ টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ ইউনিয়নটিতে মোট ৩০ হাজার মানুষ বসবাস করছে। বিশাল এ জনবসতিপূর্ণ ইউনিয়নের ৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৫৪ কিলোমিটারই কাঁচা সড়ক। এছাড়া ইউনিয়ন পরিষদ থাকলেও তাও আবার একটি একচাল টিনের ঘর। সেখানে বসেই চলছে ইউনিয়নের সকল কার্যক্রম। তবে এসব রাস্তা-ঘাট পাঁকা করণ সহ সংশ্লিষ্ট স্থাপনা নির্মান করার দাবি জানিয়েছেন ভুক্তভোগি ইউনিয়নের বাসিন্দারা।
ওই ইউনিয়নের বাংলাবাজারের ব্যবসায়ি মো.নুরুল ইসলাম বলেন, রাস্তার যে অবস্থা তাতে উপজেলা সদর হতে মালামাল আনতে হিমশিম খেতে হয়। যে রাস্তাটুকু পাঁকা রয়েছে তাও ভাঙ্গাচুরা । ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। রাস্তা মেরামত ও কাঁচা রাস্তা পাঁকা করার জন্য তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
একই এলাকার বাসিন্দা আলতাফ গাজী বলেন, চম্পাপুর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। দেশে এতো উন্নয়ন হচ্ছে, অথচ এ ইউনিয়নে তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। এমন কথা বলেছেন ওই ইউনিয়নের আরো অনেকে।
বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাসের স্পন্সরশীপ অফিসার মো.আরিফুল ইসলাম বলেন, চম্পাপুর ইউনিয়নের প্রায় নব্বই ভাগই কাঁচা রাস্তা, যতটুকু পাকা রাস্তা আছে তা উচ্চ জোয়ারের কারনে ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছে এ জনপদের মানুষ, যা এখনকার সময়ের প্রেক্ষাপটে অত্যান্ত দুঃখজনক।
ইউপি সদস্য মো. বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ বছর ধরে অত্যান্ত অবহেলিত অবস্থায় রয়েছে এ ইউনিয়ন। বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ করে কাঁচা পাকা রাস্তা ঘাটগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ সকল ভাঙ্গা সড়ক পাঁকাকরন ও ইউনিয়নের কাঁচা রাস্তা পাকা করনের দাবি জানান।
চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, ২০১১ সালে বৃহত্তর ধানখালী ইউনিয়ন বিভক্ত হয়ে চম্পাপুর ইউনিয়ন গঠিত হয়। এর পর থেকে রাস্তা ঘাট নির্মান ও মেরামতের জন্য উপজেলা পরিষদের মিটিংয়ে একধিকবার আলোচনা করে আসছি। কিন্তু কোনই লাভ হয়নি। তবে যথাযথ কর্তৃপক্ষ এ ইউনিয়নটির প্রতি সু-দৃষ্টি দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবিষয়ে স্থানীয় সরকার উন্নয়ন এলজিইডি’র উপজেলা নির্বাহী প্রকৌশলী মো.মোহর আলী বলেন, ওই ইউনিয়নের পাঁকা সড়কটি সংষ্কারের প্রক্রিয়া চলছে। আরো কিছু সড়ক পাঁকা করনের প্রস্তাবনা দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page