কলাপাড়া প্রতিনিধিঃ দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে ওই পাঁচ শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নূরপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুর রহমান ও তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. জামাল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, শিক্ষকরা কেন্দ্রে সঠিক দায়িত্ব পালন না করায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে
You cannot copy content of this page