মো.নাহিদুল হক কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির উদ্ধার হওয়া সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে। এটির গায়ে লাল কালো বর্নের ছোট ছোট ফোটা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকার বনে সাপটিকে অবমুক্ত করা হয়। এসময় এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও কলাপাড়া বন বিভাগের বনকর্মী মো.রফিক উপস্থিত ছিলেন।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর এলাকায় আল মনজির নামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে সাপটি আটকা পরে। খবর পেয়ে সেখান থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে এটিকে উপজেলা প্রানি কল্যান উন্নয়ন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ সাপটির সঠিক নাম কেউ বলতে পারেনি।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এ সাপ সচারচর দেখা যায়না।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি অভয়ারন্যে অবমুক্ত করা হয়েছে।
You cannot copy content of this page