এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ অবশেষে সেই চক্ষু রোগী মোঃ জাকির হোসেন এর চিকিৎসার ভারবহন নিলেন সেই চক্ষু ডাক্তার এম এইচ কবির হোসেন। এতে রোগীর পরিবারের লোকজন স্বস্তি ফিরে পেয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এক মাধ্যমে রোগীকে বাউফল অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে নিয়ে এসে ডাক্তার এম এইচ কবির হোসেন এর সামনে উপস্থিত হলে তিনি রোগীর চক্ষু চিকিৎসার জন্য সকল ধরনের ভারবহন নেন। রোগী মোঃ জাকির হোসেন বলেন, আমি গরীব অসহায় দিনমজুর। ভুলক্রটির উর্দে কেউ নয়, যেহেতু ডাক্তার সাহেব আমার চক্ষু ভালো করার জন্য সকল ধরনের চিকিৎসার ভারবহন নিয়েছেন। তাই আমার আর কোনও তার বিরুদ্ধে অভিযোগ নাই। আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এবিষয়ে চক্ষু ডাক্তার এম এইচ কবির বলেন, এরকম কখনই হয়নি। কেমনে এরকম হলো বুঝতে পারছি না। আর ভুলক্রটির উর্দে কেউ নয়। রোগীও একজন দিনমজুর তাই আজ থেকে রোগীর চক্ষু চিকিৎসার স্বার্থে ভারবহন নিলাম। এতে রোগীর পরিবারের লোকজন খুব খুশি হয়েছেন। আশা করছি দ্রুত ভালো হয়ে যাবে রোগীর চোখ ইনশাআল্লাহ। রোগীর স্বজন সহ হাসপাতাল সংশ্লিষ্ট লোকজন জানান, রোগী মোঃ জাকির হোসেন এর চক্ষু চিকিৎসা নিয়ে চোখে ব্যাপক সমস্যার সৃষ্টি হলে চিকিৎসক ডাক্তার এম এইচ কবির এর বিরুদ্ধে সাংবাদিক এম জাফরান হারুন এর কাছে লিখিত অভিযোগ দেন। পরে বিভিন্ন ভাবে সংবাদ প্রচার হলে চিকিৎসক ডাক্তার এম এইচ কবির এহেন কাজ করেন। এতে তার সম্মান ক্ষুন্ন নয় বরং তার সম্মান আরও বৃদ্ধি পেয়েছে পাবে।
You cannot copy content of this page