সন্ত্রাসী হামলা করেন ও ক্লাব ভাংচুর করে ও প্রধানমন্ত্রীর ছবি এবং শেখ মুজিবের ছবি ছিঢ়ে ফেলেন ।
স্থানীয় বাসিন্দারা জানায় জাতীয়পার্টির কূখ্যাত সন্ত্রাস বাহিনী জাতীয় পার্টির লোক উজ্জ্বল, অস্র মামলার আসামী জসিম,বালুর মাঠের জহিরের ভাই মনির, ভাঙ্গারি রানা,সিটি আরিফের ডান হাত আকবর বাবুল, এরা হামলা চালায় এদেরকে বিচারের আওতায় আনা হোক। সাইফুল ইসলাম বাবু বলে, বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করছি এই সন্ত্রাসী বাহিনী জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার ভাগিনা মাসুকুর রহমান মাসুক নেতৃত্বে এই সন্ত্রাস বাহিনীর তৈরি করেছে ঢাকা -৪ এই সন্ত্রাস বাহিনীর অত্যাচারে ঢাকা-৪এর প্রতিটি আওয়ামীলীগ নেতা কর্মিদের বিভিন্ন হামলা মামলা ও আওয়ামী লীগ বিভিন্ন সংগঠনের ক্লাব ভাংচুর করছে। এর আগেও ক্লাব ভাংচুর করে।
আজও এর কোন প্রতিকার মিলেনি। হাজেরা ১ নং ইউনিটের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, এই জাতীয়পার্টি সন্ত্রাস বাহিনীর তৈরি হয় বি,এন,পির নেতা কর্মিদের নিয়ে,তারা সব সময়ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের টানানো ছবি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ওদের কাছে রেহাই পায় নাই।এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। এ বিষয়ে কদমতলী থানায় অভিযোগ করা হয়েছে। জাহার মামলা নং ২১/তারিখ ১৫/১০/২০২১ইংমামলার ধারা হচ্ছে, ১৪৩/৪৪৫/৩৮৫/৩৩২/৪২৭/৩৮৪/৫০৬ পেনাল কোড রুজু করা হয়েছে।